
ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে আগামী বুধবার (১৪ জুন) থেকে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন চার বাংলাদেশি ও তিন বিদেশি। এর মধ্যে বেশ কিছু পরিচিত নামও রয়েছে। একমাত্র টেস্টের পর সীমিত ওভারের দুই সিরিজেও এ দায়িত্বে থাকবেন তারা।
দেশিদের মধ্যে ‘ভয়েস অব বাংলাদেশ ক্রিকেট’ আতহার আলি খানের সঙ্গে রয়েছেন শামীম আশরাফ চৌধুরী, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ। আরও থাকছেন বাংলাদেশের বিভিন্ন সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা প্রাক্তন প্রোটিয়া ব্যাটার ও ধারাভাষ্যকার হিল্টন ডিওন অ্যাকারম্যান।
এ ছাড়া সাবেক লঙ্কান ক্রিকেটার মোহাম্মদ পারভেজ মারুফকেও ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে মাইক্রোফোন হাতে দেখা যাবে। দেশি-বিদেশি বড় বড় তারকাদের ভিড়ে আফগানদের থেকে প্রতিনিধিত্ব করবেন আহমেদ ফরহাদ ফিদাই।
এদিকে শনিবার (১০ জুন) ঢাকায় পৌঁছেছে আফগানরা। এরপর সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে আফগান দল।
