
দ্য হানড্রেডে খেলতে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম লিখেছিলেন। তবে আজকের নিলামে কোনো ক্রিকেটারই দল পাননি। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দলে ভেড়াতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম ছিল সাকিবের।বাংলাদেশি অলরাউন্ডারের পরেই ৬৩ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লেগ স্পিনার রিশাদ। অন্যদিকে ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মাহাদী।
ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন চার ক্রিকেটার।
বাংলাদেশের মতো দল পাননি পাকিস্তানের ৪৫ ক্রিকেটারও। আগামী ৫ আগস্ট টুর্নামেন্টেটি শুরু হবে।
