Google search engine

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন মোহাম্মদ ইব্রাহিম। দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর দলে ফেরার মুহূর্তটা এবার রাঙাতে চান ফরোয়ার্ড। সঙ্গে ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপও ঘোচাতে চান তিনি।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে শিলংয়ে বাংলাদেশ দল।আগামী ২৫ মার্চকে সামনে রেখে নিজের মনের কথা জানিয়েছেন ইব্রাহিম। তিনি বলেছেন, ‘সল্টলেকে যে ম্যাচটা ২০১৯ সালে হয়েছিল, ওই ম্যাচেও ছিলাম। এবারও দলে আছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আছে, ওই বার গোল করতে পারিনি, এই ম্যাচে গোল করে আত্মতৃপ্তি পাওয়ার।ভারতের বিপক্ষে আক্রমণভাগের সতীর্থদের নিয়ে সুযোগ বুঝে কোপ মারার ইচ্ছার কথা জানিয়েছেন ইব্রাহিম। আবাহনীর হয়ে মাঠ মাতিয়ে সুযোগ পাওয়ার ফরোয়ার্ড বলেছেন, ‘আসলে গোল পাওয়াটা একটা টিম ওয়ার্কের উপর নিরভর করে। আমরা সবাই চেষ্টা করব। সুযোগ যে পাবে, আমাদের টার্গেট থাকবে কোচ যে পরিকল্না করছে, সেটা বাস্তবায়ন করা।দলে ফিরতে পেরে খুশি হয়েছেন ইব্রাহিম। ২৭ বছর বয়সী ফুটবলার বলেছেন, ‘দলের সবার অবস্থা ভালো। ব্যক্তিগতভাবে বলতে গেলে, অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। যদি সেরা একাদশে খেলতে পারি, ভালো লাগবে। যদি বদলি নেমেও খেলতে পারি, চেষ্টা করব দলে প্রভাব রাখার।

অন্যদিকে ভারতের বিপক্ষে এবার গোল কনসিড করতে চান না তপু বর্মণ। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘অনেকগুলো ম্যাচই খেলেছি ভারতের সঙ্গে। এবারের ম্যাচ ব্যতিক্রম। কারণ কি একটা হাইপ উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিবাচক, আমাদের দিকে তাকিয়ে আছে। বড় দয়িত্ব থাকবে আমার। সবচেয়ে বড় ব্যপার হল গোল কনসিড না করা। সে সঙ্গে দলকে উজ্জীবিত করা। আমার সঙ্গে (রক্ষণে) যে তিনজন থাকবে, তাদের নিয়ে ভাল একটা ফাউট দেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে মাঠে ফিরেছেন সুনীল ছেত্রী। তার ওপর বাড়তি নজর থাকবে বলে জানিয়েছেন তপু। তিনি বলেছেন, ‘ভারত দল সবসময় ভাল হয়। তাদের সকল খেলোয়াড় আইএসএল খেলে এসেছে। যারা ইনজুরড, তাদের পরিবর্তে যারা এসেছেন, তারাও ভাল। তারা ভাল দল, ভাল প্রতিপক্ষ। সুনীল ছেত্রীর কথা বলি সে অবসরে যাওয়ার পর কিন্তু ভারত ম্যাচ জিতেনি। দলের জন্য অনুপ্রেরণা। সে ফেরার পর কিন্তু ম্যাচ জিতেছে। তার ওপর বাড়তি নজর দিতে হবে।’

Google search engine