Google search engine

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এভাবে বিধ্বস্ত হওয়ার পর টুর্নামেন্ট থেকে বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা শেষের পথে। তবে এখনই হাল ছেড়ে দিতে চান না রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।

প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে ফ্রি–কিক থেকে ডেকলান রাইসের জোড়া গোল ও মিকেল মেরিনোর গোলে রিয়াল হেরেছে ৩-০ গোলে।আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর এমিরেটস স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অংশ নেন কার্লো আনচেলোত্তি । রিয়াল কোচ বলেন,  ‘এটি একটি কঠিন পরাজয়। আমরা এটি আশা করিনি। প্রথমার্ধে রিয়াল বেশ ভালো এবং সংগঠিত ছিল।কিন্তু দুইটি সেট-পিস গোলের পর দলটি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। ম্যাচের শেষ দিকটা ছিল আরো কঠিন , কারণ আমরা এই দলটির থেকে যে প্রতিক্রিয়া দেখার অভ্যস্ত, তা আজ দেখিনি। শেষ ৩০ মিনিটের পারফরম্যান্স ছিল খুবই দুর্বল।’

 

১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগ।সেমিতে যেতে হলে ওই ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে হবে রিয়ালকে। ফিরতি লেগ বার্নাব্যু বলে সেই আশা দেখছেন আনচেলোত্তি। তাই সম্ভাবনা কম হলেও এখনো আশা ছাড়ছেন না তিনি।

 

আনচেলোত্তি বলেন, ‘জয়ের জন্য আমাদের সবকিছু করতে হবে। সম্ভাবনা খুবই কম, কিন্তু আমরা চেষ্টা করব, এবং যেকোনো উপায়ে তা করতে হবে।দেখা যাক আমরা কি করতে পারি। আজকের রাতের পর মনে হচ্ছে কোনো সম্ভাবনা নেই, কিন্তু ফুটবলে সবসময় কিছু পরিবর্তন হয়। কেউই আশা করেনি যে আর্সেনাল দুইটি ফ্রি-কিক থেকে গোল করবে, কিন্তু ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। এটা খুবই কঠিন, কিন্তু বার্নাব্যুতে এর চেয়েও অদ্ভুত ঘটনা ঘটেছে।’

Google search engine