
উয়েফা নেশন্স লিগের আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে স্পেন ও ইতালি। আগামী রোববার মাঠে গড়াবে ফাইনাল।
আসন্ন নেশন্স লিগের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ হওয়া ক্রোয়াটদের স্কোয়াড গঠিত হয়েছে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে। প্রথমবার দলে ডাক পেয়েছেন একাধিক ফুটবলার। যার মধ্যে আছেন জোসিপ ব্রেকালো, মিসলাভ ওরসিচ, ডুজে অ্যালেটা-কার, ফিলিপ উরেমোভিচ, ইভো গ্রবিক, নিকোলা মোরো ও মাতিজা ফ্রিগান।
ক্রোয়েশিয়া স্কোয়াড-
ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, নেদিলজকো ল্যাব্রোভিচ, ডোমাগোজ ভিদা, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোসকো গভার্দিওল, বোর্না সোসা, জোসিপ স্ট্যানিসিচ, জোসিপ সুতালো, মার্টিন এরলিচ, লুকা মদরিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মেজার, লুকা ইভানুসেক, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রমারিচ, ব্রুনো পেটকোভিচ, মার্কো লিভাজা, পেটার মুসা, ডিওন ড্রেনা বেলজো, জোসিপ ব্রেকালো, মিসলাভ ওরসিচ, ডুজে অ্যালেটা-কার, ফিলিপ উরেমোভিচ, ইভো গ্রবিক, নিকোলা মোরো ও মাতিজা ফ্রিগান।
