Google search engine

নারী বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নাহিদা আক্তার, ঋতু মনি ও শারমিন আক্তার। সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাহিদা।

বোলারদের মধ্যে এখন ১০ নম্বরে আছেন এই স্পিনার। নিজের সেরা অবস্থান থেকে অবশ্য এখনো ৩ ধাপ দূরে অবস্থার তার। গত শনিবার শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একটি করে উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দশ নম্বরে পৌঁছেছেন তিনি।

দলের অন্য বোলারদের মধ্যে রাবেয়া খান এক ধাপ এগিয়ে ২২তম স্থানে আছেন। এর বাইরে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বর অবস্থান পেয়েছেন পেসার মারুফা আক্তার।

ব্যাটিং বিভাগেও উন্নতি করেছেন শারমিন আক্তার ও ঋতু মনি। এর মধ্যে ১৫ ধাপ উন্নতি করা ঋতুর বর্তমান অবস্থান ৭৩তম।

ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জায়গা করে নেওয়া শারমিনের এগিয়েছেন ৮ ধাপ। এখন ক্যারিয়ারসেরা ২১ নম্বরে অবস্থান করছেন তিনি।

তবে শারমিনের মতোই বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেলেও র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে এখন ১৯ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

Google search engine