Google search engine

এএফসি অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপ পেয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে। চলতি বছরের ২-১০ আগস্ট হবে এই বাছাই টুর্নামেন্ট।

অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৩টি দল অংশ নিচ্ছে। দলটিকে আত গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে পাঁচ দল। বাকি গ্রুপগুলোতে চারটি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে মূল পর্বে। এ ছাড়া টিকিট পাবে সেরা তিন রানার্সআপ দলও।

আগামী বছর থাইল্যান্ডে হবে এশিয়ান কাপের মূল পর্ব।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লাওস। নারী র‍্যাঙ্কিংয়ে ১০৭ নম্বরে আছে তারা। বাংলাদেশের অবস্থান ১৩৩।

পরের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের (১৫৯) মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে কখনোই জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

Google search engine