Google search engine

ব্রাজিল ফুটবলে শুরু হলো নতুন দুই অধ্যায়। ব্রাজিলের ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কার্লো আনচেলত্তি। অন্যদিকে এডনাল্ডো রদ্রিগুয়েজকে অপসারণ করেছেন ব্রাজিলের আদালত। রোববার (২৫ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামির দাউদ।সোমবার (২৬ মে) আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের পর ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়ে রাতেই রিও ডি জেনেইরোতে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো।

আনচেলত্তিকে স্বাগত জানান নতুন সিবিএফ প্রেসিডেন্ট দাউদ। তিনি বলেন, ‘আমরা সিবিএফে নতুন যুগের সূচনা করছি। আমাদের প্রশাসন নতুন ধারণা নিয়ে ফুটবলের উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে।’

সামির দাউদ সিবিএফ নির্বাচনে একনিষ্ঠ সমর্থন পেয়েছেন। তিনি সম্ভাব্য ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সামির দাউদ পেশায় একজন চিকিৎসক ও ব্যবসায়ী। তারা বাবা ব্রাজিলের ফুটবল সংগঠক ছিলেন। বাবার পরে সামির ক্রীড়া সংগঠক হিসেবে কাজ শুরু করেন এবং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

Google search engine