Google search engine

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে রাজধানী আম্মানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ফিফার নির্ধারিত উইমেনস ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর আওতায় দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এখন জর্ডানের পথে।’

২৩ ফুটবলার ও ৭ জন কোচিং স্টাফসহ মোট ৩০ সদস্যের বাংলাদেশ দলটি আজ সোমবার সকালে আম্মানের উদ্দেশে রওনা দেয়। পথে বাহরাইনের মানামায় ট্রানজিট শেষে আজই তারা জর্ডানে পৌঁছাবে।

এই সফরে আগামী ৩১ মে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। এরপর ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে মেয়েরা। এই দুটি ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

এর আগে, গতকাল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাফুফে। এই দলে ফেব্রুয়ারিতে প্রধান কোচ পিটার বাটলারের ছাঁটাইয়ের দাবি করা নয় ফুটবলারকে দলে রাখা হয়েছে। তবে সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধিনায়ক সাবিনা খাতুনসহ পাঁচ সাফজয়ী ফুটবলারকে রাখা হয়নি।জর্ডান সফর শেষে বাংলাদেশ নারী দল সরাসরি অংশ নেবে এশিয়ান কাপ বাছাইপর্বে। আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

Google search engine