Google search engine
সাধারণত বৃষ্টির সঙ্গে আবহাওয়াজনিত কারণেই নির্দিষ্ট সময়ে ক্রিকেট ম্যাচ শুরু হতে দেরি। তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে শুরুর আগে এ সবের কোনোটাই ঘটেনি। কিন্তু তবু ম্যাচ শুরু হয় দেরিতে।

কারণ অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছে ওভালের ম্যাচটি।

ট্রাফিক জ্যামের কারণে নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে উপস্থিত হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। যার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর টস হয়। এতে করে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচ শুরু হয় ৬টা ৪০ মিনিট। 

টস হেরে ব্যাটিংয়েও নেমে ম্যাচেও ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ রানে ৩ উইকেট হেরে চাপে পড়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচ শুরুর আগে অবশ্য শুধু ক্যারিবিয়ানরাই ট্রাফিক জ্যামে পড়েনি, ইংল্যান্ডও পড়েছিল। তবে বুদ্ধি খাটিয়ে ই-সাইকেলে ওভালে পৌঁছায়। ভক্সহলের ট্রাফিক লাইট নষ্ট এবং ল্যাম্বেট ব্রিজের কাছাকাছি জায়গা থেকে ইংল্যান্ডের ক্রিকেটাররা সাইকেল চালিয়ে মাঠে আসেন।
Google search engine