
মোঃ আকাশ খান : খেলাধূলা ডেস্ক
সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। একের পর এক ম্যাচে হারের বৃত্তে বন্দী দল। কিছু দিন আগে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। এর শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডেতে টানা ব্যর্থ বাংলাদেশ। যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
এই প্রেক্ষাপটে এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে কি টি টোয়েন্টি ঘুরে দাঁড়াবে লিটন তাসকিনরা?
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দ্বিতীয়টি ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
