Google search engine

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা চার তারকা হলেন- ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট।

তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি সব ফরম্যাটে বিশ্ব সেরা।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারেই উইলিয়ামসন বলছেন, ‘আমার মনে হয় গত ১৫ বছরে বিরাট কোহলি সব ফরম্যাটে সেরা ব্যাটসম্যান। ক্রিকেটপ্রেমী এক দেশে সব বাধা প্রতিকুলতাকে জয় করেই বিরাট কোহলি দিনের পর দিন শীর্ষে থেকেছে। ওর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। দলে থাকার সময় দলের খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দিয়ে থাকি, বাকি সময় আমাদের মধ্যে প্রতিদ্বন্দিতা থাকে না’।

বিরাট কোহলি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৬১৭ ইনিংসে ব্যাট করে ৮২টি সেঞ্চুরি আর ১৪৩টি ফিফটির সাহায্যে ইতোমধ্যে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ২৭ হাজার ৫৯৯ রান করেছেন।

তবে গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন কোহলি। গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলে যাচ্ছেন।

কোহলি সম্পর্কে বলতে গিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৪৮টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১৯ হাজার ৮৬ রান করা উইলিয়াসমন বলেন, ‘আমাদের সম্পর্কে একটা বৃত্ত রয়েছে। আমরা শুধু ক্রিকেটই খেলছিলাম না, আমরা একইসঙ্গে নিজেদের মতো করে সংসারও করছি। তাই বয়স যতই বাড়তে থাকে, একইরকমের মানুষের সঙ্গে সম্পর্কও বজায় থাকে ’।

গত বছর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উইলিয়ামসন। তারপরই অনেকে মনে করেছিল, হয়ত অবসর নিতে পারেন। যদিও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডের কেন্দ্রিয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কোনও ইচ্ছাই নেই তার।

Google search engine