
জাতীয় দলে আপাতত একটি ফরম্যাটে সুযোগ মিললেও নিজেকে সব সংস্করণেই প্রস্তুত রাখছেন অফ স্পিনার নাঈম হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেই এগিয়ে যেতে চান তিনি। গতকাল নাঈম বলেছেন, ‘আমি নিজেকে তিন ফরম্যাটেই খেলার মতো করে প্রস্তুত করছি এখন একটা ফরম্যাটে জাতীয় দলে খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল-সব জায়গাতেই অন্য ফরম্যাটে খেলছি। যদি শুধু এক ফরম্যাটের খেলোয়াড় হতাম, তাহলে শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই সীমাবদ্ধ থাকতাম, প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলে খেলা হতো না।’সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের সফরে নিয়মিত ছিলেন নাঈম। সামনে সম্ভাব্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে সিরিজ নিয়ে তার অবস্থান পরিষ্কার, সুযোগ পেলে অবশ্যই যেতে চান। ‘অস্ট্রেলিয়া আমাদের জন্য একেবারেই অচেনা কন্ডিশন, সেখানে কখনো খেলাও হয়নি। যদি আমাকে সিলেক্ট করে, অবশ্যই যাবো। বাইরের দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলাটা আলাদা চ্যালেঞ্জ। নতুন কন্ডিশনে কীভাবে খেলা যায়, সেটা শেখার বড় সুযোগ। আর ‘এ’ দলে যারা থাকে, ভবিষ্যতে তারাই জাতীয় দলে খেলে-ঐ খেলোয়াড়দের বিপক্ষে খেললে চাপও বেশি থাকে, শিখতেও অনেক কিছু পাওয়া যায়।’লঙ্কা সফরে নাঈম খেলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে। তার নেতৃত্ব নিয়ে বেশ প্রশংসাই করলেন এ স্পিনার। ‘অধিনায়ক হিসেবে শান্ত ভাই অনেক ভালো। সত্যি কথা বলতে, উনি খেলা নিয়ে অনেক চিন্তা করেন। অধিনায়কত্ব কিন্তু সহজ না। আমি যদি একজন খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে আমার নিজের ভূমিকাটাই দেখি। কিন্তু একজন অধিনায়ককে পুরো দল নিয়ে ভাবতে হয়-কন্ডিশন কেমন, কে কী করছে- সব কিছু মাথায় রাখতে হয়। শান্ত ভাই দারুণভাবে দল সামলেছেন। ওনার অধীনে বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে।’আজ থেকে চট্টগ্রামে শুরু হওয়া ‘এ’ দল ও এইচপি দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে গেছেন নাঈম। সেখান থেকে দলে জায়গা হলে অস্ট্রেলিয়াতে যাবেন ‘এ’ দলের হয়ে। ২৫ বছর বয়সী বোলার নাঈমের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০১৮ সালে। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৪টি টেস্ট। অন্য দুই ফরম্যাটেও নিজেকে প্রমাণের অপেক্ষায় চট্টগ্রামের এই ক্রিকেটার।
