
যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপের চোখে ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন। কিন্তু এর আগে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নির্বাসিত হয়ে গেলেন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে।
সম্প্রতি ফিলিপ জিম্বাবুয়েতে খেলেছেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচেই ফিলিপের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে মনে হয়েছিল ম্যাচ অফিসিয়ালদের। আনুষ্ঠানিক অভিযোগ জানান তারা আইসিসিতে।
গেল ১৮ জুন হারারেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচে কাইল ৫৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। তবে ম্যাচটিতে যুক্তরাষ্ট্র ৩৯ রানে হেরে যায়। এরপর নেপালের বিপক্ষেও ২০ জুন খেলতে নেমেছিলেন কাইল ফিলিপ। যদিও সেই ম্যাচে কোনো উইকেট পাননি, দলও হারে।
তবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারেননি। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য কাইল সাময়িকভাবে বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচ থেকে নিষিদ্ধ হন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফিলিপের বদলি হিসেবে খেলেন আলি খান।
ফিলিপের বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ দেখে আইসিসি জানিয়ে দিয়েছে যে, তা বৈধ নয়। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে ফিলিপের উপর। সন্দেহভাজন বোলিং অ্যাকশন পর্যালোচনা করে আইসিসির বিধিমালার ৬.৭ ধারায় নিষিদ্ধ হয়েছেন কাইল ফিলিপ। এখন বোলিং অ্যাকশন শুধরেই কেবল মাঠে নামতে পারবেন ২৬ বছর বয়সী এই বোলার।
যুক্তরাষ্ট্রের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলা কাইল ফিলিপের ঝুলিতে আছে ৬ উইকেট। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ফিলিপ।
এদিকে যুক্তরাষ্ট্রেরও বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। প্রথম তিন ম্যাচে টানা হারে ছিটকে গেছে দলটি। আগামী সোমবার গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। যা কিনা দলটির জন্য কেবল নিয়মরক্ষার ম্যাচ।
