
শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল বহু আগেই । বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চতুর্থ শিরোপা নিয়ে কোন সংশয় ছিল । তবে শেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় দিয়ে বসুন্ধরা কিংস লিগের সমাপ্তি টানতে পারবে কিনা সেটা দেখার ছিল । বসুন্ধরা সেটা পেরেছে । বাংলাদেশের ফুটবলে নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেডকে হারিয়েই শিরোপা উল্লাসে মেতেছে দলটি ।
শুক্রবার (১৪ জুলাই) নিজেদের মাথ কিংস অ্যারেনায় ২০২২-২৩ মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বসুন্ধরা । আবাহনীর বিপক্ষে বসুন্ধরা ম্যাচ জিতেছে ১-০ গোলে ।
বসুন্ধরা মৌসুম শেষ করেছে ‘ডাবল’ জয়ে । মৌসুমের শুরুতেই তারা জিতেছিল স্বাধীনতা কাপ । অন্যদিকে আবাহনী ফেডারেশন কাপ আর লিগে রানার আপ হয়েছে । মৌসুম শেষ করেছে শিরোপাহীন ।
আবাহনীর বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ২১ মিনিটে করা গোলটি ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা ।
২০ ম্যাচের লিগে ১৮ তম জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা । তারা একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। ২০ ম্যাচে পয়েন্ট ৫৫। প্রায় ৯০ শতাংশের বেশি পয়েন্ট নিয়ে লিগ শেষ করার কৃতিত্ব ঘরোয়া লিগে সাম্প্রতিক সময়ে আর কারও নেই।
