Google search engine

ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে অভিষেকেই ফিফটি করেছেন তাওহীদ হৃদয়। গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে এলপিএলের চতুর্থ আসরে মাঠে নামেন তিনি।

হৃদয় তাঁর ৩৯ বলে ৫৪ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়। ১৩৮.৪৬ স্ট্রাইকরেটে সাজানো ইনিংসটি জাফনা কিংসের হয়ে সর্বোচ্চ। তাওহীদের ৫৪ রানের ওপর ভর করে আগে ব্যাটিং করতে নেমে জাফনা কিংস ৫ উইকেটে ১৭৩ রান করেছে।

হৃদয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন দুনিশ ওয়েলাগে। এছাড়া প্রিয়মল পারেরা ২২ ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২১ রান। শেষ দিকে জাফনার অধিনায়ক থিসারা পেরেরার ব্যাট থেকে আসে ৭ বলে ১৪ রান।

এলপিএলে এবার প্রথমবার খেলতে গেছেন হৃদয়। দেশের বাইরে প্রথম খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। তাঁর দল জাফনা কিংসের ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলম্বো স্ট্রাইকার্সের সংগ্রহ ৫ উইকেটে ৮৮ রান।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here