Google search engine

মঙ্গলবার রাতে পাল্লেকেলেতে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে কলম্বো র্স্টাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে জাফনা কিংস। এ ম্যাচে জাফনার হয়ে খেলা হৃদয় ৯ বলে ১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ পায় কলম্বো। দলটির পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন পাথুম নিশাঙ্কা। এছাড়া লাহিরু উদারা ২৫ বলে ২৯ ও মোহাম্মদ নাওয়াজ ২০ বলে করেন ২৭ রান। ৩ ওভারে ৯ রান খরচায় ২ উইকেট নেন দুনিথ ওয়েল্লালগে।

জবাব দিতে নেমে ৫৮ রানের উদ্বোধনী জুটি পায় জাফনা। তাদের দুই উদ্বোধনী ব্যাটারই দলের জয় সহজ করে দেন। ২২ বলে ৩৯ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। আরেক ওপেনার নিশান মাদুসাঙ্কা ৩২ বলে করেন ৪৬ রান। হৃদয় যখন উইকেটে আসেন, তখন ৪ উইকেট হারিয়ে দলের রান ১২৮ রান।

নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় ও তৃতীয় বলে পাথিরানাকে দুটি বাউন্ডারি মারেন হৃদয়। ১৫তম ওভারের তৃতীয় বলে ম্যাচ জেতানো বাউন্ডারিটিও আসে তার ব্যাট থেকে। এ ম্যাচ খেলেই হৃদয়ের এলপিএল মিশন শেষ হচ্ছে। বিসিবি থেকে নেওয়া এনওসির মেয়াদ শেষ হয়েছে তার, যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড়ে ১৫৫ রান করে এখন এলপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here