Google search engine

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে বেশ চাপে ছিল ভারত। তৃতীয়টিতে হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারত হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু এ যাত্রায় রক্ষা করলেন সূর্যকুমার যাদব। তার তাণ্ডবে সিরিজ ব্যবধান ২-১ করল সফরকারীরা। টিকে থাকার লড়াইয়ে ভারতের জয় ৭ উইকেটে।

এদিন আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের ৪২ ও রভম্যান পাওয়েলের ৪০ রানে ভর করে ৫ উইকেটে ১৫৯ রানের স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সূর্যকুমারের ৮৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৩ বল আগেই জয়ের বন্দরে নোঙর ফেলে ভারত।

রান তাড়া করতে নেমে অভিষিক্ত যশ্বসী জয়সওয়ালকে প্রথম ওভারেই হারায় ভারত। এরপর এক প্রান্তে সূর্যকুমার ব্যাট হাতে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও, অন্য প্রান্তে ধুঁকতে হচ্ছিল শুভমন গিলকে। ১১ বলে ৬ রান করা গিলকে ফেরান আলজারি জোসেফ।

তবে গিলের বিদায় শাপেবর হয় ভারতের। নেমেই পরপর দুই চারে রানের খাতা খোলেন তিলক ভার্মা। সূর্যকুমার ও তিলকের এই জুটিতেই ৬ ওভারে ৬০ রান সংগ্রহ করে ভারত। ৮ম ওভারের প্রথম দুই বলে চার মেরে নিজের ফিফটি পূরণ করে নেন সূর্যকুমার। ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ফিফটিতে পৌঁছান এই ব্যাটসম্যান। এই দুজনের ব্যাটেই ১১তম ওভারে ১০০ রান পেরোয় ভারত।

দলীয় ১২১ রানে সূর্যকুমারের বিদায়ে ভাঙে এ জুটি। জোসেফের দ্বিতীয় শিকার হওয়ার আগে সূর্যকুমারের ব্যাট থেকে আসে ৪৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১৮৮.৬৩ স্ট্রাইক রেটে আসে ৮৩ রান। তবে সূর্যকুমারের গড়ে দেওয়া ভিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। তিলক অপরাজিত থাকেন ৩৭ বলে ৪৯ রানে ও পান্ডিয়া করেন ১৫ বলে ২০ রান।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here