
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে অসাধারণ খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন তিনি। এমন পারফরম্যান্সের পর আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। এই টেস্টে দারুণ বোলিং করায় বোলারদের মধ্যে অগ্রগতি হয় সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের।
কয়েকদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলে বাংলাদেশ। যেখানে স্বাগতিকরা জয় পায় সাত উইকেটে। এই টেস্টের বাংলাদেশের প্রথম ইনিংসে ১২৬ রান করেন মুশফিক। এরপর রান তাড়ায় করেন অপরাজিত ৫১ রান।
এমন পারফরম্যান্সে ব্যাটারদের মধ্যে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ১৭ নম্বরে। এই র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছেন লিটন দাস। জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে পঞ্চদশ স্থানে আছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।
