Google search engine

সৌদি প্রো লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদো-সাদিও মানেরা গত রাতে আল তাউনের কাছে ২-০ ব্যবধানে হেরেছে। লিগের শুরুতেই টানা দুই হারে বেশ চাপেই পড়ে গেল আল নাসর।

ম্যাচের ২০ মিনিটেই লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় তাউন। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে নিজেদের দ্বিতীয় গোল আসে আহমেদ বাহউসাইনের কাছ থেকে। লিগে এটি তাউনের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আল ফাতেহর সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাবটি।

আগের ম্যাচে রোনালদোকে ছাড়াই সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আল নাসর। গতকাল রাতের ম্যাচে রোনালদো ফেরায় সমর্থকদের প্রত্যাশা ছিল জয়ে ফেরার। কিন্তু রোনালদো ফিরেও পারেননি দলকে জয়ে ফেরাতে।

ম্যাচে আল নাসর ৬১ শতাংশ বলের দখল রেখে শট নেয় ২৪টি, যার ৫টি লক্ষ্যে থাকলেও গোল হয়নি একটিও। অন্যদিকে ৩৯ শতাংশ বলের দখল রাখা তাউনের ৮টি শটের মধ্যে ৬টিই ছিল লক্ষ্যে। এদিকে ম্যাচ শেষ হওয়ার পর এদিন রেফারির ওপর ক্ষোভ ঝাড়তে দেখা যায় রোনালদোকে। বেশ অসন্তোষ নিয়েই মাঠ ছেড়ে যান তিনি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here