
মাঠের বাজে পারফরম্যান্সের পর দলটির ক্রিকেটারদের কিট ব্যাগ থেকে ব্যাট, প্যাড এবং গ্লাভস চুরি হওয়ার মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন এমন ভোগান্তিতে পড়তে হয়েছে ডেভিড ওয়ার্নার-মুস্তাফিজুর রহমানদের।
জানা গেছে, দিল্লির ক্রিকেটাররা মোট ১৬টি ব্যাট হারিয়েছে। এর মধ্যে পাঁচটি ব্যাট ইয়াশ ধুলের, তিনটি ফিল সল্টের, তিনটি ডেভিড ওয়ার্নারের এবং দুটি মিচেল মার্শের। এর বাইরে অন্যান্য সরঞ্জামও খুঁজে পাচ্ছে না দলটির ক্রিকেটাররা।
গত ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা ছিল ওয়ার্নার-মুস্তাফিজদের। সেই ম্যাচটি ২৩ রানে হারে দিল্লি। বেঙ্গালুরু থেকে দিল্লিতে ফেরার সময়ই চুরির ঘটনা ঘটে।
আইপিএলের একটি সূত্র এএনআইকে বলেছে, ‘দিল্লি ক্যাপিটালস দল তাদের ব্যাগ থেকে কিছু ব্যাট, প্যাড এবং অন্যান্য সরঞ্জাম হারিয়েছে। বেঙ্গালুরু থেকে দিল্লি এয়ারপোর্টে নামার পর তারা বেশ কিছু ব্যাট, প্যাড খুঁজে পায়নি।’
