
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে গেল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। গত আসরের মত এবারও বিপিএল মাতাতে দেখা যেতে পারে রিজওয়ানকে। তবে সব ছাপিয়ে আলোচনায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজের খবর, ১৫ কোটির প্রস্তাব উপেক্ষা করতে বিপিএল মাতাতে আসবেন বাবর।
আগামী জানুয়ারিতে শুরু হবে বিপিএলের এবারের আসর। একই সময়ে দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লীগ। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই দুই আসরে ভারতীয় মালিকানার ফ্র্যাঞ্চাইজিরা যুক্ত হওয়ায় মোটা অঙ্কের টাকা পান ক্রিকেটাররা। আর এজন্যই বিপিএলের চেয়ে এই দুটো টুর্নামেন্টে ক্রিকেটারদের আগ্রহ বেশি থাকে।
নিলামের আগেই মোটা অঙ্কের টাকায় পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ডেজার্ভ ভাইপার্স। আগামী তিন মৌসুম এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তিনি। একই লীগে শাহীনের মত মোটা অঙ্কের অফার পেয়েছেন বাবরও। টুর্নামেন্টের শুভেচ্ছা দূত ও ক্রিকেটার হিসেবে ১৫ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে তাকে। তবে এমন প্রস্তাবে রাজি হননি বাবর আজম। পাকিস্তানের সংবাদ মাধ্যমটি দাবি করছে, ঐ সময়টাতে কয়েকটা ম্যাচের জন্য বিপিএল খেলতে আসবেন বাবর। যদিও এখনো কোন কিছু নিশ্চিত হওয়া যায় নি। তবে যতটুকু শোনা যাচ্ছে বিপিএল মাতাতে বাবর আজমকে দেখাও যেতে পারে।
