Google search engine

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ওপর ভর করে ১১১ রানের বিশাল জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অজি ব্যাটারদের কাছে পাত্তা পেল না প্রোটিয়ারা। সাউথ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।

গত ম্যাচেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে ৪ উইকেট নিয়েছিলেন তানভীর সাঙ্গা। এই ম্যাচে সেই তরুণ স্পিনারকে বাদ দিয়েই একাদশ সাজায় অস্ট্রেলিয়া। ফলে ফেরেন অ্যাডাম জাম্পা। তিনি কোনো উইকেট না পেলেও অস্ট্রেলিয়ার কাজ সহজ করে দিয়েছেন নাথান এলিস ও শন অ্যাবোট।

 

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে সাউথ আফ্রিকাকে উড়ন্ত সুচনা এনে দেন টেম্বা বাভুমা। তিন ওভারের মধ্যেই ১৬ বলে ৩৫ রান তুলে নেন তিনি। চতুর্থ ওভারে বাভুমা ১৭ বলে ৩৫ রান করে ফিরে গেলে বিপাকে পড়ে সাউথ আফ্রিকা।

রিজা হ্যান্ডরিক্স ৩ ও রসি ভ্যান ডান ডাসেন আউট হন মাত্র ৬ রান করে। ডেওয়াল্ড ব্রেভিস ফেরেন কোনো রান না করেই। ১০ রানের মধ্যে ৪ উইকেট হারানো সাউথ আফ্রিকাকে  এরপর পথ দেখান এইডেন মার্করাম ও ক্রিস্টান স্টাবস। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৫১ রান।

২০ বলে ২৭ রান করা স্টাবস ফিরেছেন জেসন বেহরেনডর্ফের শিকার হয়ে। এরপর মার্করামকে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। ১৯তম ওভারে অ্যাবোটের শিকার হওয়ার আগে মার্করামের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৯ রান। তার ইনিংস জুড়ে ২টি ছক্কা ও ৩টি চারের মার ছিল। আর তাতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে সাউথ আফ্রিকা।

জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে ট্রাভিস হেডকে নিয়ে ৩২ রান যোগ করে ম্যাথু শর্ট। হেড ১৭ বলে ১৮ রান করে ফিরে গেলে মিচেল মার্শকে নিয়ে দ্বিতীয় উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন শর্ট। তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস।

এই ওপেনার ফিরে গেলেও জস ইংলিসকে নিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্শ। অজি অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংস সাজানো ছিল ৬টি ছক্কা ও ৮টি চারে। ৩ বলে ২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলে ইংলিস।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here