Google search engine

বৃষ্টিতে ভাসলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। বিরাট কোহলি-রোহিত শর্মার ব্যাটিং করেছেন। ২৬৬ রান তুলেছিলেন ভারতীয় ব্যাটাররা। জবাবে ব্যাটই করার সুযোগ পাননি বাবর আজম-রিজওয়ানরা।

এশিয়া কাপে দুই দলের উত্তেজনার ম্যাচটি কেড়ে নিয়েছে বেরসিক বৃষ্টি। টস জিতে ব্যাট করতে নামা ভারত পাকিস্তানের বোলারতের তোপের মুখে পড়েও ২৬৬ রান তুলে অলআউট হয়। পাকিস্তান ইনিংস শুরুর আগেই পাল্লেকেতে আঘাত হানে বৃষ্টি। এরপর আম্পায়াররা বৃষ্টি পরিত্যক্ত করতে বাধ্য হন।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে ছিল ভারত। আর শেষ পর্যন্ত শাহিন আফ্রিদি-নাসিম শাহদের আগুনে বোলিংয়ে ২৬৬ রানে অলআউট হয়েছে রোহিত শর্মার দল। ইনিংসে দুইবার বৃষ্টির বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারেই শেষ হয় ভারতের ইনিংস। হার্দিক পান্ডিয়া ও ইশান কিশানের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে তারা।

শাহিন আফ্রিদি ও হারিস রউফের তোপে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। টস জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত। পাল্লেকেলে স্টেডিয়ামে ইনিংসের প্রথম চার ওভার শেষেই হানা দেয় বৃষ্টি। এরপর টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। একে একে ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ১২তম ওভারে আবার বৃষ্টি নামে। এরপরই আউট হন শুভমন গিল। ৬৬ রানে ৪ উইকেট হারানোর ওই ধাক্কা সামলে নেন পাঁচে নামা ইশান ও ছয়ে নামা হার্দিক।

দারুণ ব্যাটিংয়ে পাঁচে নেমে ৫৪ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইশান। আরেক ব্যাটার হার্দিক পঞ্চাশ ছুঁয়েছেন ৬২ বল খেলে। তাদের দুজনের ১৩৮ রানের জুটি ভাঙেন হারিস। ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ৮২ রানে আউট হয়েছেন ইশান। তাঁর ৮১ বলের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ২ ছক্কায়। ভারতের এই উইকেটকিপার ব্যাটার ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি হার্দিকও।

শাহিন ডেলিভারিতে আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে হার্দিক ফেরেন ৮৭ রানে। ৯০ বলে ৭ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে রবীন্দ্র জাদেজাকেও আউট করেছেন আফ্রিদি। আটে নামা শার্দুলকে ফেরান নাসিম শাহ। শেষ পর্যন্ত ভারত থেমেছে ২৬৬ রানে। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪, নাসিম ও হারিস নিয়েছেন ৩টি করে উইকেট।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here