Google search engine

এশিয়া কাপের আজকের ম্যাচে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলই স্বাগতিক! তবে খেলা যখন প্রেমাদাসায়, তখন গ্যালারি লঙ্কার সঙ্গেই থাকবে, এমনটাই ভাবা হচ্ছে।

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে আজ যে দল জিতবে, ভারতের সঙ্গে ফাইনালে তারাই মুখোমুখি হবে।

এমনিতে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বাবর আজমরা ৮ নম্বরে থাকা দাসুন শানাকাদের চেয়ে যথেষ্ট এগিয়ে। তাছাড়া দলের পেস শক্তি নিয়ে পাকিস্তান যথেষ্ট আত্মবিশ্বাসীও।

কিন্তু কাঁধের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। তার বদলে আজ দেখা যেতে পারে জামাল খানকে। আরেক পেসার হারিস রউফেরও ইনজুরি। ভারতের সঙ্গে আগের ম্যাচে শাহিন আফ্রিদিও হালকা চোট পেয়েছেন। সেখানে ভারতের সঙ্গে হারলেও লঙ্কান ড্রেসিংরুমে কিন্তু কোনো ক্লান্তি বা চোটের সমস্যা নেই। বরং ভারতের বিপক্ষে লঙ্কানরা দুনিত ভেল্লালাগের মতো এক নতুন অলরাউন্ডার হাতে পেয়েছে।

দুই দলের শেষবার দেখা হয়েছিল গত জুলাইয়ে লঙ্কার মাটিতেই। তবে সেটা ছিল টেস্ট সিরিজ। ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখি হয় তারা প্রায় চার বছর আগে করাচিতে। জয় পেয়েছিল পাকিস্তান।

শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় পেয়েছিল সেই ২০১৫ সালে কার্ডিফে। তাই পরিসংখ্যান আর ইতিহাস পাকিস্তানের সঙ্গেই থাকছে।

অবশ্য আবাহাওয়া রিপোর্ট বলছে, আজও সন্ধ্যার পর ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাহলে আবার রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here