Google search engine

এশিয়া কাপের এবারের আসরে অন্যতম ফেভারিট ছিল পাকিস্তান। যদিও শ্রীলঙ্কা ও ভার‍তের কাছে হেরে পাকিস্তানকে আসর শেষ করতে হয়েছে সুপার ফোর থেকেই। এই অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই বড় দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছেন ইনফর্ম পেসার নাসিম শাহ। কাঁধের চোটে আসন্ন বিশ্বকাপেই অনিশ্চিত হয়ে পড়েছেন এই পেসার।

নাসিম শাহকে নিয়ে দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে এই পেসারের কাঁধের স্ক্যান রিপোর্ট। প্রাথমিকভাবে চোট খুব একটা গুরুতর বুঝা না গেলেও, স্ক্যান রিপোর্টই ধরা পড়েছে চোট কতটা গুরুতর। চোটের কারণে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মিস করতে পারেন নাসিম। শুধু বিশ্বকাপই নয়, চোট কাটিয়ে বাইশ গজে ফিরতে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

এদিকে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো দাবি করছে, এখনই নাসিমকে নিয়ে আশা ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাসিম শাহ’র বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার করাতে চায় স্ক্যান। এক্ষেত্রে পাক সমর্থকদের আশা কিঞ্চিৎ বেঁচে থাকলেও কার্যত নাসিম শাহকে নিয়ে থাকছে অনিশ্চয়তা। বিশ্বকাপ ছাড়াও এই পেসার মিস করতে পারেন অস্ট্রেলিয়া সিরিজ ও আসন্ন পাকিস্তান সুপার লিগ ও (পিএসএল)।

উল্লেখ্য, এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের ৪৯তম ওভারে কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন নাসিম শাহ। যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন এই পেসার। নাসিম শাহ’র না থাকাটা বেশ ভালোই ভুগিয়েছে পাকিস্তানক্র। টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কার কাছে শেষ বলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমের দলে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here