Google search engine

এশিয়া কাপের রেকর্ড শিরোপা জিতল ভারত। শ্রীলঙ্কাকে আজ নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার দল। বিশেষ করে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে পড়া লঙ্কানরা আর দাঁড়াতেই পারল না। মাত্র ৫০ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১০ উইকেটে জিতে আবারও এশিয়ার ক্রিকেটের সেরা এখন তারা।

কলম্বোয় ফাইনালে মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ওভারে হয়ে উঠেন বিধ্বংসী। নিজের দ্বিতীয় ওভার করতে এসেই লঙ্কানদের সর্বনাশ করেন ডানহাতি এই পেসার। হ্যাটট্রিকের সুযোগ হারালেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।

চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিসাঙ্কাকে দিয়ে শিকার শুরু করেন সিরাজ। এরপর তৃতীয় ও চতুর্থ বলে ফেরান সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আশালাঙ্কাকে। পঞ্চম বলটা ঠেকিয়ে তাঁকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও ওভারের শেষ বলে ধনঞ্জয়া ডি সিলভাও আউট হয়ে যান। পরের ওভারে এসে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন সিরাজ।

এর আগে মাত্র ১০ বলের মধ্যে ৫ উইকেট শিকার করেন সিরাজ। দলীয় ১২ রানেই ৬ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। স্রোতের বিপরীতে দুই অঙ্কে যান কুশল মেন্ডিস। যদিও টিকতে পারেননি বেশি। ৩৪ বলে ১৭ রান করে সিরাজের ভেতরে ঢোকা বলে হন বোল্ড। লঙ্কানদের স্কোর পঞ্চাশ পার হয় নয়ে নামা দুশন হেমন্তের কারণে। ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন তিনি।

শেষ উইকেটগুলো টপাটপ নিয়ে নেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভার, ১ মেডেনে ২১ রান খরচায় সিরাজ নেন ৬ উইকেট! ওয়ানডেতে ভারতের চতুর্থ সেরা বোলিং ফিগার এখন এটিই। রেকর্ড গড়া বোলিংয়ে ফাইনাল সেরার পুরষ্কার জিতেছেন ডানহাতি এই পেসার। ম্যাচ সেরা হয়ে প্রাপ্ত পুরস্কারের অর্থটা শ্রীলঙ্কার মাঠকর্মীদের উপহার দিয়েছেন সিরাজ। ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘এই অর্থ পুরস্কারটা গ্রাউন্ডসম্যানদের জন্য। তাঁদের ছাড়া এই টুর্নামেন্টটা হতো না।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here