
গত এপ্রিলে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। সেই স্থান থেকে তাদের হঠাতে পারেনি কোনো দল। আজ ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়েও শীর্ষস্থান তাদের। রেটিং বাড়িয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল লিওনেল স্কালোনির দল।
এ মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং বলিভিয়াকে হারায় আর্জেন্টিনা। এতে তাদের ৭.৮ রেটিং পয়েন্ট বেড়েছে। ১৮৪৩.৭৩ থেকে হয়েছে ১৮৫১.৪১। অন্যদিকে যথারীতি দুইয়ে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে ফ্রান্সের। দলটি ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে, তবে প্রীতি ম্যাচে হেরে গেছে জার্মানির বিপক্ষে। ফলে ২.৭৮ পয়েন্ট কমেছে তাদের।
যথারীতি তিনে থাকলেও রেটিং বেড়েছে ব্রাজিলের। কারণ এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচই জিতেছে তারা। র্যাংকিংয়ের শীর্ষ ৭ পর্যন্ত কোনো নড়চড় হয়নি। আর্জেন্টিনা, ফ্রান্স ও ব্রাজিলের পরই রয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে আটে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। সেরা দশের অন্য দুইটি দল হলো ইতালি ও স্পেন।
এদিকে র্যাংকিংয়ে আগের অবস্থান ১৮৯ নম্বরেই আছে বাংলাদেশ। যদিও আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ ড্র করায় হ্যাভিয়ের ক্যাবরেরার দলের রেটিং পয়েন্ট বেড়েছে ১.৭৯। এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে জাপান, ১৯ নম্বরে।
