
আগামী মাসেই ভারতের মাটিতে বসতে চলছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্ব আসরকে সামনে রেখে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এর আগে গত বছরও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
প্রথম মেয়াদে শ্রীরামের অধীনে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ বিদায় নেওয়ার পর, এশিয়া কাপে কেবল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকেই হারাতে পারে টাইগাররা। এরপরেই অবশ্য বাংলাদেশের সঙ্গে শেষ হয় শ্রীরামের অধ্যায়টা। এবার যখন আরেকটা বিশ্বকাপ দোরগোড়ায়। সেটাও কিনা আবার শ্রীরামেরই চেনা কন্ডিশন। তখন ফের আরেকবার শ্রীরামেই আস্থা রাখছে বিসিবি।
