Google search engine

ভারতের অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে গতকাল বুধবার দেশ ছেড়েছে টাইগাররা। এবার টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার স্বপ্ন তাদের। তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। এবার জানা গেল, বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবেন না সাকিব। এমনকি তিনি আর কত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তারও একটি ধারণা দিয়েছেন।

এর আগে গত ১১ আগস্ট তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব। তখনই বলা হয়েছিল, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর এক দিনও (অধিনায়কত্ব) করব না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।’

সাকিবের কাছে সাক্ষাৎকারের শেষ দিকে এসে প্রশ্ন করা হয়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরটা বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন বেশ সরাসরিই। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

এটা তো ওয়ানডে সংস্করণের জন্য? তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’ তাহলে টি-টোয়েন্টি আর কত দিন খেলবেন সাকিব? ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট’—সাকিবের উত্তর। আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেব’-সরাসরিই জানিয়ে দেন সাকিব ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here