Google search engine

সদ্য শেষ হওয়া ট্রান্সফার উন্ডোতে পিএসজি ছেড়ে যোগ দিয়েছে সৌদি ক্লাব আল- হেলালে।
সেটা নিয়ে জল ঘোলা কম হয়নি, মাত্র ৩১ বছরে নেইমারের ইউরোপ ছেড়ে আাসা নেইমী ভক্তরা মেনে নিতে পারেননি।।
তবে ভক্তদের আবারও অনন্দে ভাসানোর জন্য নেইমারের দরকার ছিলো একটা জাদুকরি প্যারফরমেন্স।
কিন্তুু সেটা হচ্ছিলো বা কোথায়!
লীগের প্রথম ম্যাচে নেইমার বসে ছিলেন বেঞ্চ। দ্বিতীয় ম্যাচে মাঠে আসলেও সুবিধা করতে পারেননি এই ব্রাজিলিয়ান সেনসেশন।।
তবে সেরা টা যেনো তুলে রেখেছিলেন বড় মঞ্চ এর জন্যই।
বড় তারকারা যেমন হয় আর কি।।
গতকাল রাতে এফসি চ্যাম্পিয়নস লীগে ইরানী ক্লাব নাসাজি, মাজনান্দারেনের মুখোমুখি আল হেলাল।
আর দ্বিতীয়র্ধের ৫৮ মিনিটে গোলের দেখা পেয়েছেন নেইমার।। নাসের আল দাওসারির বাড়ানো বল,
ডি-বক্সের ভিতরে ডুকে, নাসাজির ৩ ডিভেন্ডার ভেদ করে, বা-পায়ের অসাধারণ ফিনিশিং, বল জালে জড়িয়েছেন নেইমার।।
তার আগে অবশ্য, প্রর্থমর্ধে ১৮ মিনিটে আলেকজেন্ডার মিত্রোভিচের গোলে ১-০ তে এগিয়ে ছিলো, আল-হেলাল।
আর দ্বিতীয়র্ধে নেইমার ম্যাজিক এবং ৯৩ মিনিটে আল শেহরির গোলে ৩-০ ব্যাবধানের জয় নিষ্চিত করে সৌদির জায়ন্টরা।

এই জয় দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে
ডি গ্রুপে শীর্ষে অবস্হান করছে নেইমারের আল হেলাল।

আল-হেলাল নেইমারের গোলের রাতে, যথারীতি মাঠে গড়িয়ে ছিলো উয়েভা চ্যাম্পিয়নস লীগ!!

আর চ্যাম্পিয়নস লীগ নাইটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইতালিয়ান ক্লাব নাপোলি কে ৩-২ গোলে হারিয়েছে, লস-ব্ল্যাঙ্কোসরা।
তবে মাদ্রিদ জিতলেও আর একটা ভৌতিক রাত দেখেছে ম্যানচেষ্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাভোর্ডে
গালতোসির কাছে হেরেছে ৩-২ ব্যাবধানে, হেরেছে রেড-ডেভিলরা।
গালতোসিরের হয়ে, গোল করেছেন আর্জেন্টাইন মাইরো ইকার্দি।

এছাড়া বেনফিকা কে, ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লীগে জয়ের ধারা অবহ্যতো রেখেছে, ইন্টার মিলান।।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here