Google search engine

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। গত শনিবার (৭ অক্টোবর) শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে দেশটির পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের এমন দুর্দিনে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটাই দান করে দিবেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি খুবই দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।’

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ক্ষয়ক্ষতি পরিমাণও কোনো অংশে কম নয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here