Google search engine

বিশ্বকাপের পর্দা ওঠেছে গত ৫ তারিখে শেষ হয়েছে প্রথম রাউন্ডের ম্যাচ। অংশগ্রহণকারী ১০টি দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে। কোনো অপ্রত্যাশিত ফল না থাকলেও পয়েন্ট টেবিলে এবারের মৌসুমে চমকের আভাস মিলেছে। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক উপরে শ্রীলঙ্কা, ৯৬-এর চ্যাম্পিয়ন।

দুই দলেরই ঘরের রানে নেতিবাচক রান-রেট রয়েছে। পরের ম্যাচে দুই দলই শুধু জয় নয়, বড় জয়ের প্রত্যাশা করবে। যদিও কাজটা কারো জন্যই সহজ নয়। প্রফুল্ল মেজাজে ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। আর শিরোপার দাবীদার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। দুটি ম্যাচই হবে মঙ্গলবার।

পয়েন্ট টেবিলে কিছুটা শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশকে নেট রান-রেটের পাশাপাশি দুই পয়েন্টের দিক থেকে শক্ত ভিত্তি দিয়েছে। টাইগারদের বর্তমান অবস্থান ৪ এবং নেট রান রেট ১.৪৩৮ । ইংল্যান্ডের বিপক্ষে জয় তাদের অবস্থান আরও মজবুত করবে।

পঞ্চম থেকে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। অজিদের বিপক্ষে জিতলেও নেট রান রেটে (০.৮৮৩) বাংলাদেশের থেকে কিছুটা পিছিয়ে। পরের ম্যাচে বাংলাদেশ জিতলে এই রান রেটই হতে পারে ভারতের মাথাব্যথার কারণ।

তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের নেট রান রেট২.১৪৯ আর নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় দিয়ে এই ব্যবধান আরেকটু বাড়ানোর চেষ্টা করছে কিউইরা। দুইজন দক্ষিণ আফ্রিকা। তাদের রান রেট ২.০৪০ । প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here