
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী দল।সেই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যর দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে নিদা দারের নেতৃত্বাধীন পাকিস্তান দলের। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
সিরিজের সময় সূচি এখনই চূড়ান্ত করে নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু দুই এক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রকাশ করার কথা রয়েছে ম্যাচের সূচি।কয়েকদিন আগে এশিয়া গেমসে পাকিস্তান দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিগার সুলতানার দল।
পাকিস্তান স্কোয়াড- নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, ডায়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাসরা সুন্ধু, নাটালিয়া পারভাইজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।
