
ভারতের বিপক্ষে ম্যাচের দিন দলের সঙ্গে পুরো প্রস্তুত সাকিব আল হাসান মাঠে গিয়েছিলেন। ব্যাট হাতে নকও করেন মাঠে পৌঁছে। তাতে জাগে আশার আলো। কিন্তু টসের সময় রোহিত শার্মার সঙ্গে দেখা যায় নাজমুল হোসেন শান্তকে! জানা যায় চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় নি টিম ম্যানেজমেন্ট।
ভারত ম্যাচে অধিনায়কত্ব করার কথা শান্ত কখন জানতে পেরেছিলেন? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কৌশলী উত্তর দিলেন বাঁহাতি এই ব্যাটার। শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের যেদিন (গত শুক্রবার, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ) থেকে চোট লেগেছে, তখন থেকেই একটা ধারণা ছিল যে, আমার অধিনায়কত্ব করতে হতে পারে। তো আমি প্রস্ততই ছিলাম।’
এর আগে টস শেষে শান্ত জানান, বিশ্বকাপের মত মঞ্চে অধিনায়ক হতে পেরে গর্বিত তিনি। বাঁহাতি এই ব্যাটার বলেছিলেন, ‘আমার এবং পরিবারের জন্য গর্বের মুহূর্ত।’ তবে নিজের মাইলফলকের ম্যাচটি রাঙাতে পারলেন না জয় দিয়ে। নিজে খেলতে পারেন নি বড় ইনিংস। আর ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশে সংগ্রহও ২৫৬ রানের বেশি হয় নি। সেই রান তাড়ায় অনায়াস জয় পেয়েছে ভারত।
