
শিরোপা নির্ধারণী ম্যাচে কয়েনভাগ্য গেল প্যাট কামিন্সের পক্ষে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
শুষ্ক উইকেটে জায়গা ধরে রেখে বোলিং করার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন কামিন্স। ভারত অধিনায়ক রোহিত শার্মা হাসিমুখেই জানিয়েছেন টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। তাই টস হারায় সমস্যা নেই তার।
সেমি-ফাইনাল জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি দুই দল। ছয় ব্যাটসম্যানের সঙ্গে পাঁচ বোলারের কম্বিনেশনেই নামছে ভারত। অস্ট্রেলিয়া দলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন দুই ব্যাটিং অলরাউন্ডার।
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
