Google search engine

তাসকিনকে নিয়ে বড়সড় দুঃসংবাদ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাঁধের ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য পুনর্বাসনে যেতে হচ্ছে এই স্পিড তারকাকে। এ কথা জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

বছর দু-এক আগে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পান তাসকিন। সেটি এখনও ভোগাচ্ছে তাকে। বিশ্বকাপের মাঝপথে ফিরেছিল কাঁধের ব্যথাও। খেলেননি দুটি ম্যাচও। ক্যারিয়ারের কথা ভেবেই তাকে বেশ কিছুদিন বোলিং করা থেকে দূরে রাখা হবে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে দেবাশীষ বলেছেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এই বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ারের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোনো বিকল্প নেই।’

অন্তত আগামী বিপিএল পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন তাসকিন। সেই ইঙ্গিত পাওয়া গেল দেবাশীষের কথায়, ‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। বলের গতির দিকেও একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here