Google search engine

নিজের দল আর অধিনায়কত্ব নিয়ে কিছুটা তৃপ্তি পেতেই পারেন নাজমুল হোসেন শান্ত। টাইগার ক্রিকেটের প্রথম অধিনায়ক হিসেবে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছেন। আবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম অধিনায়ক হয়ে জিতেছেন ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ। যদিও ওয়ানডে ম্যাচটা জিতেছেন সিরিজ হাতছাড়া হওয়ার পর।

তবে টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন শুরুর ম্যাচেই। দুই ফরম্যাট মিলিয়ে টানা দুই দেখেছে তার দল। কিন্তু এখনই হাওয়ায় ভাসতে নারাজ টাইগার অধিনায়ক। কিউইদের বিপক্ষে ভাল জয় পেলেও তার কণ্ঠে সমীহের সুর।

প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত অবশ্য বেশ খুশি। নিজের অনুভূতি জানাতে এই ক্রিকেটার বলেন, ‘খুবই রোমাঞ্চিত। এবং খুবই গর্বিত যেভাবে আমরা খেলেছি আজ। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এই দলের খেলোয়াড়রা খুব দ্রুত শিখতে পারে। নতুন বলে শরিফুল, সাকিব খুব ভালো বোলিং করেছে। শেখ মেহেদীও খুব ভালো করেছে।’

নিউজিল্যান্ডের এমন কন্ডিশনে ম্যাচ জিতেও নিজেদের আত্মবিশ্বাসের পারদ নাগালেই রাখছেন টাইগার অধিনায়ক। জানালেন চ্যালেঞ্জের কথাও, ‘এমন কন্ডিশনে এই ধরনের দলের বিপক্ষে খেলাটা অনেক চ্যালেঞ্জিং। তবে আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম, যখন আমরা তাদেরকে অল্প রানে আটকে ফেলেছিলাম। বাকিটা ব্যাটাররা করেছে।’

এক ম্যাচ জিতেই অবশ্য খুশি থাকতে নারাজ শান্ত, ‘এখন দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভালো খেলাও খুব গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন অনেক আত্মবিশ্বাসী। তবে আমাদের আবারো নতুন করে পরিকল্পনা করতে হবে পরবর্তী ম্যাচের জন্য। আমি আশা করি, সবাই তাদের কাজটা ঠিকভাবে করবে।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here