Google search engine

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ডেভিড ওয়ার্নার। যেখানে সিডনি টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকছে। আগামীকাল শুরু হবে সিডনি টেস্ট। তবে স্মরণীয় এই টেস্টের আগে নিজের ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে ফেলেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনার সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা ফেরত দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

মেলবোর্ন থেকে সিডনির এক ফ্লাইটে আসার সময় ওয়ার্নার ব্যাগি গ্রিন হারিয়েছেন। নিজের টেস্ট অভিষেকের দিন ওয়ার্নারকে ব্যাগি গ্রিন তুলে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বেশির ভাগ ক্রিকেটারই এটাকে খুব যত্নে রেখে দেন।

এ নিয়ে ইনস্টাগ্রামে ওয়ার্নার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

তিনি আরো বলেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’

এর আগে ইনস্টাগ্রামে ডিসেম্বরে পার্থ টেস্টের আগের দিন ব্যাগি গ্রিন পরা ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘সব শিশু এবং তরুণ প্লেয়ারদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, এটি আমার ছেলেবেলার ছবি, যখন আমি প্রথম ব্যাগি গ্রিন পাই। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই স্বপ্ন দেখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি, সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখো, আমি যেভাবে বড় স্বপ্ন দেখেছি, সেভাবে বড় স্বপ্ন দেখতে ভয় পেয়ো না।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here