
লা লিগায় নিজেদের শেষ ম্যাচের আগে হঠাৎ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন করিম বেনজেমা। ক্লাব একটি বিবৃতি দিয়ে জানায়, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। লিগ শেষ হওয়ার ২৪ ঘণ্টার আগে জানা গেলো, সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে যোগ দিতে চলেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন বেনজেমা, এমন গুঞ্জন কয়েকদিন আগে থেকেই পাওয়া যায়। তবে ফরাসি স্ট্রাইকার কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আগামী মৌসুমেও তাকে দেখা যাবে রিয়াল জার্সিতে। তবে হঠাৎ তিন দিনের মাথায় রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন বেনজেমা। রোববার (৪ জুন) বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগেই রিয়াল এক বিবৃতি দিয়ে বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
ক্লাব ছাড়ার খবর জানানোর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে জানা গেল বেনজেমার পরের গন্তব্য। ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল ইতিহাদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন বেনজেমা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রেখেছে ক্লাবটি।
প্রতি বছর প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেনজেমাকে আল ইতিহাদ চুক্তি করাচ্ছে ক্লাবটি। আগামী মঙ্গলবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন করিম। এরপরই আল ইতিহাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি জানানো হবে।
এদিকে লিগের শেষ ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ২০২২-২৩ মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেছেন করিম বেনজেমা।
