
২০২৩-২৪ মৌসুমের জন্য ২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এনজেডসি। যেখানে ৫ বছর পর কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে। দৃশ্যপট থেকে অনেকটা হারিয়ে যাওয়া এই পেসার সম্প্রতি জাতীয় দলে ফিরে আছেন দারুণ ফর্মে।
৩১ বছর বয়সী এই পেসার ২০১৮ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০২১ সালে। ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ২০২২-২৩ মৌসুমে ১৬ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তার দলে থাকা অনেকটা নিশ্চিত হয়ে গেছে।
তাকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্তি প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘অ্যাডামস অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে এবং কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত হতে ভালো সহনশীলতা দেখিয়েছে গত কয়েক বছরে।
‘সে সবসময় তিনি ছিলেন টপ ক্লাস বোলার এবং সম্প্রতি ঘরের মাঠে এবং পাকিস্তান সফরে তার বোলিং পারফরম্যান্স ধারাবাহিকতা আমাদের মুগ্ধ করেছে।’
২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলের নাই। তবে ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও মার্টিন গাপটিল নিজেরাই অনুরোধ করেছেন তাদের না রাখার জন্য। কারণ কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত হলে জাতীয় দলের সেবা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা কঠিন হয়ে যায়।
২০২৩-২৪ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকাঃ
ফিন অ্যালেন, টম ব্লান্ডেলমাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি,ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
