Google search engine

ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটিতে বাংলাদেশের মূল সমস্যা ছিল ব্যাটিং ও ফিল্ডিং। আগের ম্যাচগুলোতে বোলিং ভালো মানের হলেও পঞ্চম ম্যাচে এই বিভাগেও হতশ্রী অবস্থা দেখিয়েছে বাংলাদেশ। তাতে ব্যাট হাতে জুটির রেকর্ড গড়লেও হার এড়ানো যায়নি। সিরিজের সবকয়টি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হতে হলো নিগার সুলতানা জ্যোতিদের।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ১৩৫ রানে থামে বাংলাদেশ। হার ২১ রানের। এই সিরিজে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১৩৫ রান করার পথে ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন রিতু মনি ও শরিফা খাতুন। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে যেকোনো দলের বিপক্ষে বাংলাদেশের নারীদের এটি সর্বোচ্চ রানের জুটি।

ভারতের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয় দেখা যায় বাংলাদেশের। প্রথম ১০ ওভারের মধ্যেই হারিয়ে বসে ৫ উইকেট, অথচ রান তখন ষাটের ঘরেও পৌঁছায়নি। এরপরই জুটি গড়েন রিতু ও শরিফা, দলকে নিয়ে যান ১০৯ রান পর্যন্ত। ৪১ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। ৩৩ বলে ৩৭ রান করেন রিতু। ২১ বলে ২৮ রানে অপরাজিত থাকেন শরিফা। এরপর আর কোনো উইকেট না হারালেও ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

এর আগে ভারতকে বড় সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা, দয়ালান হেমলতা, হারমানপ্রীত কৌর ও রিচা ঘোষ। ২৫ বলে ৩৩ রান করেন ওপেনার স্মৃতি। ২৮ বলে ৩৭ রান করে দলের সেরা ব্যাটার হেমলতা। এছাড়া অধিনায়ক হারমানপ্রীত ২০ বলে ৩০ রান করে আউট হলেও ১৭ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন রিচা।

ভারতের রান আরও বেশি হতে পারত বাংলাদেশের দুই স্পিনার নাহিদা আক্তার ও রাবেয়া খান ওভাবে লড়াই না করলে। ৪ ওভারে যথাক্রমে ২৭ ও ২৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন নাহিদা ও রাবেয়া।

Google search engine