
চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের শুরুর একাদশে নেই অধিনায়ক সাবিনা খাতুন। চোটের কারণে তাকে রাখেননি কোচের দায়িত্বে আসা জেমস বাটলার।
আগের ম্যাচের শুরুর একাদশ থেকে এসেছে আরও তিন পরিবর্তন। বেঞ্চে আছেন মাসুরা পারভীন, মাতসুসিমা সুমাইয়া ও শাহেদা আক্তার রিপা। বদলে সোমবার শুরুতে মাঠে নেমেছেন শামসুন্নাহার সিনিয়র, আনাই মগিনি, স্বপ্না রাণী, শামসুন্নাহার জুনিয়র।
চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক একাদশ সাজানো হয়েছে। দেশসেরা গোলরক্ষক রূপনা চাকমা যথারীতি পোস্টপ্রহরী থাকছেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলা মাঠে গড়াবে। মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। সফরকারী দলটির বর্তমান র্যাঙ্কিং ৪০, আর ১৪০তম স্থানে আছে লাল-সবুজের দল।
বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: রূপনা চাকমা।
ডিফেন্ডার: শিউলি আজিম (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, আনাই মগিনি।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানি, ঋতুপর্ণা চাকমা।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র।
