Google search engine

সূচি অনুসারে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডি ও দ্বিতীয় টেস্ট করাচিতে হওয়ার কথা ছিলো। তবে করাচিতে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে চলমান সংস্কার কাজের কারোনে দর্শকবিহীন ম্যাচ হওয়ার কথা। কিন্তু এ নিয়েই সমালোচনার মুখে পড়ে পিসিবি। দেশে মাঠের অভাব নেই উল্লেখ করে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটাররা।

এর মাঝেই ভেন্যু বদলে দিলো পিসিবি। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্ট ম্যাচটাও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। অর্থাৎ একই ভেন্যুতে দুই ম্যাচ টেস্ট সিরিজটি খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে ভেন্যুর কাজ শেষ করার বিষয়ে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে তখন যন্ত্রপাতির শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়ার ব্যক্তিদের সমস্যার কারণ হবে।’

সিরিজ সামনে রেখে পাকিস্তানে বাংলাদেশ দলের কঠোর অনুশীলন চলছে। বর্তমানে ইসলামাবাদে আছে টাইগার ক্রিকেটাররা।

Google search engine