
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি লিগে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম মৌসুমে দলগতভাবে কোনো অর্জন নেই। সৌদি প্রো লিগে শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে তার দল আল নাসর।
পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে পর্তুগিজ তারকার দলের শিরোপা স্বপ্ন।
দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই সিআরসেভেনের নাম। লিগের মৌসুম সেরা একাদশেও জায়গা হয়নি ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকার।
