Google search engine

চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে  যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ৮ দল। বাকি রয়েছে আরও দুইটি জায়গা। আর এর জন্য লড়াই হবে দশ দেশের মধ্যে। তাদের মূল পর্ব খেলতে হলে  বাছাই খেলতে হবে।

সেই বাছাইয়ের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দিমুথ করুনারত্নে সবশেষ সিরিজে দলে ডাক পেয়েছিলেন। এবার তাকে নিয়ে বাছাই খেলতে যাচ্ছে লঙ্কানরা। শুক্রবার  ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে খেলা সিরিজের দল থেকে বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

এদিকে বাছাইয়ের সূচি আগেই প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দশ দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

জিম্বাবুয়েতে ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাই। যা কিনা আগামী ৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে ওঠবে। সেই ছয় দল নিয়ে সুপার সিক্সের লড়াই হবে। যেখানে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। আর সেই ফাইনালে খেলা দুই দলই নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপে খেলা।

আগামী ১৮ জুলাই উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল মুখোমুখি লড়বে। অপর ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ১৯ জুন দ্বিতীয় দিনের খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। অপর ম্যাচে লড়বে আয়ারল্যান্ড ও ওমান। ২৭ জুন পর্যন্ত গ্রুপের পর্বের সব খেলা চলবে।

বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নেওয়া দেশগুলোর মধ্য থেকে কেবল ওমান, যুক্তরাষ্ট্র ও নেপালের ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। বাকি সাতদেশেরই কোনো না কোনো সময়ের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ আবার শিরোপাও জিতেছে।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা, কুসাল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাউইক্রমা (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দুশান হেমন্ত।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here