Google search engine

জুলাই মাস থেকে বাংলাদেশে শুরু হওয়া ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক বেহাল অবস্থার কারণে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিলো। পুলিশের কর্মবিরতির কারণে নিরাপত্তা ব্যবস্থায় সেটার প্রভাব আরও প্রকোটভাবে পড়েছিলো। যার কারণে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো।

বর্তমানে বিসিবি সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে যেন সিরিজটি সফল ভাবে আয়োজন করা যায়। বিসিবি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করার চেষ্টা করছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এখন স্বাভাবিক। অন্য সব দ্বিপাক্ষিক সিরিজ গুলোর মতোই এই সিরিজটি আয়োজিত হবে।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বাংলাদেশের এক গণমাধ্যমকে জানান (প্রথম আলো), ‘আমাদের দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ওরা আমাদের কাছে দেশের পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে তাদের সম্পূর্ণ আশ্বস্ত করেছি। আগস্ট মাসের দিকে যে পরিস্থিতি ছিল, এখন সে রকম নেই। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখছি না। স্বাভাবিকভাবে আমাদের দেশে যেভাবে দ্বিপক্ষীয় সিরিজ চলে, সেভাবেই চলবে।’

কিছুদিন আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দূর্বলতার কারণে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছিলো আইসিসি। পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আরব আমিরাতকে দেওয়া হয়েছিলো।

বিসিবি আশাবাদী তারা সাউথ আফ্রিকা সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন স্বাভাবিক। যা সাউথ আফ্রিকা সিরিজ আয়োজনের জন্য যথেষ্ট বলে মনে করছেন বিসিবি কর্মকর্তারা।

Google search engine