
দেশের ক্রীড়া অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ। ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ দল রবিবার দুপুরে দেশ ছাড়ে এবং নিরাপদে ভারতে পৌঁছেছে। সন্ধ্যা ৬ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও বার্তায় এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভিডিও বার্তাতে দেখা যায় হোটেলে পৌছার পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ দলকে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটার ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিনরা। প্রিয় বাংলাদেশ দলকে বিদায় জানাতে বৃষ্টিকে উপেক্ষা করে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রিকেটপ্রেমী ভক্তরা।
স্কোয়াডে থাকা ১৬ জনের মধ্য ১৫ জনই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন। দলের বাকি সদস্য সাকিব আল হাসান দেশের বাইরে থাকায় দলের সঙ্গে যেতে পারেননি। পাকিস্তান থেকে ইংল্যান্ডে সারের হয়ে খেলতে যান বাঁহাতি এই অলরাউন্ডার। ইংল্যান্ড থেকে ভারতে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ভারত সিরিজের আগে পাকিস্তানে দারুণ সময় পার করেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে টেস্ট সিরিজে জয়ের পর দেশে ফিরে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। ভারত সিরিজকে সামনে রেখে জাতীয় দলের কোচিং স্টাফদের ছাড়াই স্থানীয় কোচদের তত্ত্বাবধানে ক্রিকেটাররা কঠোর অনুশীলন করেছেন।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন, ‘এটা অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। ওরা আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। র্যাংকিং-এর দিক থেকেও তারা এগিয়ে। প্রত্যেক খেলোয়াড়ই শতভাগ দিবেন। আমি বিশ্বাস করি যে, পাঁচ দিন যদি আমরা ভালো খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং ম্যাচ হবে।’
ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বরে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে। ম্যাচ গুলোর ভেন্যু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দ্রাবাদ এবং ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
