Google search engine

বড় আশা নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। চার ম্যাচ খেলে কেবল স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল টাইগ্রেসরা। বাকি ম্যাচগুলোর কোনোটিতে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ দল। অবশ্য এই জয়টাও বিশেষভাবেই দেখতে হচ্ছে দলকে। কারণ, বিগত ১০ বছরে বিশ্বকাপে এটাই প্রথম জয় টাইগ্রেসদের।

নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ হয় বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপ যাত্রা। আর বিশ্বকাপ পর্ব শেষে গতকাল রোববার রাতে দুবাই থেকে ঢাকা এসে পৌছেছে বাংলাদেশ নারী দল। এর আগে শেষ ম্যাচে প্রোটিয়া নারীদের কাছে ৭ উইকেটে হারের মুখ দেখে জ্যোতি-নাহিদারা।

পরে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেরে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।’

জ্যোতির গাঠগড়ায় ব্যাটাররা, ‘সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।

Google search engine