Google search engine

বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। দলের প্রত্যাশা অনুযায়ী প্লেয়ার কিনেছে ফ্র্যাঞ্চাইজি গুলো। অনেক প্লেয়ারকে ড্রাফটের আগেই রিটেইন এবং সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজি দল গুলো। কিন্তু বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ক্রিকেটার এখনো দল পাননি। এদের একজন হলেন বাংলাদেশের টেস্ট দলের অপরিহার্য খেলোয়াড় মুমিনুল হক সৌরভ।

মুমিনুল ছাড়াও এই তালিকায় রয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং শুভাগত হোম। আসরে অংশ নেয়া সাত দলের কেউই এই তিন খেলোয়াড়কে নিতে আগ্রহ দেখায়নি।

এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল ড্রাফট থেকে দল পেলেন না মুমিনুল হক। গত বছর ড্রাফটে দল না পেলেও খেলোয়াড় সংকটের কারণে রংপুর রাইডার্স মুমিনুলকে পরে দলে নিয়েছিল। সেবার রংপুরের হয়ে মাঠে খেলতে নেমেছিলেন মাত্র এক ম্যাচ।

মুমিনুলের দ্বিতীয়বার হলেও মোসাদ্দেক হোসেন এবং শুভাগত হোমের ক্ষেত্রে প্রথমবার এমন হলো এমন ঘটনা। এবারের প্লেয়ার্স ড্রাফটে মুমিনুল এবং মোসাদ্দেক দুজনেই ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ২২ জনের মধ্যে ২০ জনই দল পেয়েছেন। এ দুজনকে কোনো দলই নিতে আগ্রহ দেখায়নি।

দল না পাওয়া আরেক ক্রিকেটার শুভাগত হোম ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে।

Google search engine